রবিবার, ১৬ আগস্ট, ২০২০

তিনটি কবিতা

 















বিশেষ দৃষ্টি
----------------


সবাই বলল, আজ বিশেষ রাত্রি
আমি রাত্রির দিকে তাকালাম

রাত্রির জন্য আমার দৃষ্টি বিশেষ হলো ।




জয়লাভের পর
----------------------

পশ্চিমদিক থেকে ঝড় উঠলো
তুমি যুদ্ধে বের হয়ে গেলে

তুমি যখন যুদ্ধে জয়লাভ করলে
পশ্চিমের ঝড় তখনও সমানতালে চলছে ।





সাইকেল চলে গেলে
-----------------------------

সামনে দিয়ে সাইকেল চলে গেলে
আমি চাকার দাগে চোখ রাখি

মনে হয় এই রাস্তা দিয়ে 
আগে কখনও কিছু যায় নি

লোকটিও যেন এই প্রথম সাইকেল চাপছে ।






1 টি মন্তব্য:

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...