শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

মুখোমুখি






গত সেপ্টেম্বর মাসে একেবারে মুখোমুখি দেখা
সম্পাদকমশাই কুশল জিজ্ঞাসা করলেন,
যেন পথ চলতে চলতে হঠাৎ কোনো গল্পের বিষয়
পেয়ে গেছেন ------ এইরকম একটা ভান করে
গল্পকারটি মুখে কি বিড়বিড় (পড়ুন গালাগাল)
করতে করতে সম্পাদককে পাশ কাটিয়ে সামনে
                                                এগিয়ে গেলেন ।

আর আজ ডিসেম্বর মাসের সাতসকালে
সেই গল্পকারটির দক্ষিণ হস্ত নাচতে নাচতে
সম্পাদকের বাড়ির কলিংবেলের সুইচে
দরজা খুলতেই একেবারে প্রশ্নের ফোয়ারা --------
আপনার বুকের ব্যথাটা এখন কেমন আছে ?
বৌদির ডান চোখটা এখন ভালো আছে তো ?
বেলা বারোটায় সেই পাঁচটা কাক এখনও আসে ?

গতকালই ত্রৈমাসিক গল্পের কাগজটির 
অক্টোবর-ডিসেম্বর সংখ্যা প্রকাশিত হয়েছে
প্রায় একবছর আগে গল্পকারটির পাঠানো
একটি গল্প এই সংখ্যায় পাঁচটি গল্পের অন্যতম ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...