রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

সিঁড়ি

 






আমার ভাবনার মধ্যে 
কখনও সিঁড়ি ছিল না

চললে সিঁড়ি তো লাগেই
তাই রাস্তায় সিঁড়ি আসে

সিঁড়ি তো আসলে রাস্তা
নদীর এগিয়ে চলার পথ

সিঁড়ি দিয়ে ওপরে উঠি নি
সিঁড়ি দিয়ে নিচেও নামি নি



বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

অন্য মানুষ

 





যখন চলে যেতে বলেছো চলেই যাচ্ছি
কিন্তু কেউ একজন তোমার সঙ্গে থাকবেই
হয় সশরীরে আর না হয় তোমার ভাবনায়
আমার যাবতীয় ভুল সরিয়ে দিয়ে জন্ম হবে তার
সময় তো লাগবেই ---- একটু একটু করে চেনার জানার
তার চেয়ে এই ভালো নয় কি 
কোনো জনবহুল রেলস্টেশনে
আমরা আবার মুখোমুখি একদিন বসি
আমাদের ভুলগুলো দূরে সরিয়ে একটু অন্যরকম হই
এতে শুধু আমাদের লাভ নয়
আমাদের চারপাশের মানুষগুলোও 
দুটো অন্যরকম মানুষ পাবে ।





রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

খোঁজ

 














আমি অনেকক্ষণ থেকে তাঁকে খুঁজছি
তাঁকে খুঁজে পাওয়াটা আমার দরকার
এই অঞ্চলের অনেকগুলো রাস্তা তাঁর তৈরি
অনেক জায়গাতেই তিনি টাইমে কল খুলে দিয়েছেন

তাঁকে খুঁজে পেলেই
শুরু হবে তাঁর স্মরণানুষ্ঠান
আর মাত্র মিনিট দশেক দেরি

আমি এখনও তাঁকে খুঁজে চলেছি ।

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...