শনিবার, ১৮ জুলাই, ২০২০

বাঁক ঘুরলেই বিস্ফোরণ



রাত্রির দেওয়াল পেরিয়ে সকাল হলো
ঘুমের চাদর সরিয়ে উঠে এলো কিছু গাছ
সারারাত তারা যুদ্ধ চায় নি
অনেকেই তাদের গায়ে মুছে দিয়েছিল
                                               বারুদের গন্ধ
গাছের গান উঠেছিল পুব আকাশে সূর্যের মতো
বারুদের গন্ধ মুখে হেসেছিল রাতের গাছে 
                                লুকিয়ে থাকা বাদুড়ের দল

চৌকাঠের আলোয় স্পষ্ট হয়ে উঠেছিল
দরজায় দাঁড়িয়ে থাকা মুখ
তাদের চোখ ছুটে গিয়েছিল দিগন্তের সবুজ নৌকায়
কোনো কোনো বিষন্ন সন্ধেয় হঠাৎ পদশব্দের 
কম্পনে চকচক করে উঠেছিল তাদের মুখ

তালাচাবির ইতিহাস জানা নেই বলে
অনেকই তৈরি করে নি ঘর
আকাশের ছাতা মাথায় 
তারা নিজেদের কথা শুনেছিল খুব
বারুদের গন্ধের মধ্যেই পেতেছিল ঘরকন্না
তাই বারুদকে ভেতর থেকে চিনেছিল খুব

দিগন্তের সবুজ নৌকায় কেউ ফেরে নি বলে
ঘরকে ভাসিয়ে দিয়েছিল ঘর 
এখন তারা সব আকাশ ছাতায়
গাছের ভরসায় সবাই এখন রেললাইনের সোজায় 
জল জাগিয়ে জেগে উঠে দাঁড়াচ্ছে

বাঁক ঘুরলেই বিস্ফোরণ ।

                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...