শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

রাস্তার কাছে

 















রাস্তার কাছে গেলেই
সে আমাকে তার পরিচয় দেয়
আমি নতুন হলেও
সে আমার চোখ দেখে না
ভালোবাসার কথা বললেও
সে আমাকে ছোঁয় না পর্যন্ত

পাশে বসলে একটাই অভিযোগ ------
কষ্টটুকু তাৎক্ষণিক সামলেই
যুদ্ধে নেমে পড়া কেন ?
ধারাবাহিক শুশ্রূষা কোথায় ?

শান্ত করতে রাস্তাকে বলি -----
আমাদের জীবনটাই এরকম ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...