রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

সিঁড়ি

 






আমার ভাবনার মধ্যে 
কখনও সিঁড়ি ছিল না

চললে সিঁড়ি তো লাগেই
তাই রাস্তায় সিঁড়ি আসে

সিঁড়ি তো আসলে রাস্তা
নদীর এগিয়ে চলার পথ

সিঁড়ি দিয়ে ওপরে উঠি নি
সিঁড়ি দিয়ে নিচেও নামি নি



বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

অন্য মানুষ

 





যখন চলে যেতে বলেছো চলেই যাচ্ছি
কিন্তু কেউ একজন তোমার সঙ্গে থাকবেই
হয় সশরীরে আর না হয় তোমার ভাবনায়
আমার যাবতীয় ভুল সরিয়ে দিয়ে জন্ম হবে তার
সময় তো লাগবেই ---- একটু একটু করে চেনার জানার
তার চেয়ে এই ভালো নয় কি 
কোনো জনবহুল রেলস্টেশনে
আমরা আবার মুখোমুখি একদিন বসি
আমাদের ভুলগুলো দূরে সরিয়ে একটু অন্যরকম হই
এতে শুধু আমাদের লাভ নয়
আমাদের চারপাশের মানুষগুলোও 
দুটো অন্যরকম মানুষ পাবে ।





রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

খোঁজ

 














আমি অনেকক্ষণ থেকে তাঁকে খুঁজছি
তাঁকে খুঁজে পাওয়াটা আমার দরকার
এই অঞ্চলের অনেকগুলো রাস্তা তাঁর তৈরি
অনেক জায়গাতেই তিনি টাইমে কল খুলে দিয়েছেন

তাঁকে খুঁজে পেলেই
শুরু হবে তাঁর স্মরণানুষ্ঠান
আর মাত্র মিনিট দশেক দেরি

আমি এখনও তাঁকে খুঁজে চলেছি ।

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

ধ্বংসের ঝোড়ো রেখা

 















মাথা নিচু করলে যতটা আকাশ আঁকা যায়
তার অর্ধেকেরও কম জমি আমাদের সভ্যতার
বইয়ের পাতায় পাতায় অসংখ্য ঘর
স্কুলের দুয়ারে বই হাতে যারা উঠেছিল
তাদের অনেকেরই আজ বয়স হয়ে গেছে
যারা ভেবেছিল স্কুলের ছাদে উঠে মশান দেখা যায়
তাদের গাছের পাতা কবেই গেছে শুকিয়ে

প্রতিবাদের মতো কঠিন শব্দকণার দানায় তৈরি
একসময়কার রোজকার মুখস্থ পথের চোখে
রুমাল বেঁধে পোশাক বদলেছে গর্তের কৌশল
গাছের ভগ্নাংশে চোখ পড়ে আত্মহত্যার দিনলিপি

আলোহীন স্তব্ধতার পৃষ্ঠায় আঁকা ধ্বংসের ঝোড়ো রেখা ।


শনিবার, ২৯ আগস্ট, ২০২০

মঞ্চে উঠে

 














সভার মঞ্চে উঠলেই মনে হয়
সবাইকে সবকিছু বলে দিই
তারপর ভাবি কী আর বলবো
সেই তো এক অভাব, কোথাও কিচ্ছু হচ্ছে না, 
যে যা পাচ্ছে যা খুশি নিয়ে নিচ্ছে

আমি না বললেও কেউ কেউ তো বলেছে
কী বদলটা হয়েছে তাদের ?
সেই তো অভাবের এক ডাল থেকে আর এক ডালে

আজকেও অনেক কিছু বলবো ভেবেছিলাম
শেষমেষ একটা কবিতা বলে নেমে এলাম ।


বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বয়স

 












বয়স তো বাড়বেই
কবে আর কে কোথায়
একা একা চুপচাপ দাঁড়িয়ে থেকেছে বল?

যেতে যেতে হঠাৎ যদি
তোকে দাঁড় করিয়ে দেওয়া হয়
তুই মেনে নিতে পারবি?
শুধু তুই কেন, কেউ পারবে না

ওরে ক্ষ্যাপা, এগিয়ে যাওয়াতেই তো মজা
যত এগোবি ততই বদলে বদলে যাবে রঙ
বাড়ুক না বয়স
তুইও কমানোর যাদুটা শিখে নে
চারপাশ দেখে চল
সেরকম দোকান দু'একটা পেয়ে যাবি
পেয়েও যেতে পারিস দু'একজনকে
যাদের কাছ থেকে জেনে নিবি
ঠিক কোথায় হাত দিলে বয়সটা
এক ধাক্কায় এক কুড়িতে নেমে আসবে ।


শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

রাস্তার কাছে

 















রাস্তার কাছে গেলেই
সে আমাকে তার পরিচয় দেয়
আমি নতুন হলেও
সে আমার চোখ দেখে না
ভালোবাসার কথা বললেও
সে আমাকে ছোঁয় না পর্যন্ত

পাশে বসলে একটাই অভিযোগ ------
কষ্টটুকু তাৎক্ষণিক সামলেই
যুদ্ধে নেমে পড়া কেন ?
ধারাবাহিক শুশ্রূষা কোথায় ?

শান্ত করতে রাস্তাকে বলি -----
আমাদের জীবনটাই এরকম ।



সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...