শনিবার, ২৫ জুলাই, ২০২০

জলের ভেতর









জলের গায়ে মাথা রাখলে
জল সারা গায়ে ছড়িয়ে পড়ে
জড়িয়ে ধরা দেখলে মনে হয়
কতদিন মানুষ পায় নি জল

জলের ভেতর কত পাখি
উড়ে যাচ্ছে আবার এসে বসছে
একবারের জন্যেও মানুষ শোনে নি
                                             পাখির গান
কোনোদিন জলের ভেতর চেয়ে দেখে নি
                                             পাখির সংসার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...