শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

আমাদের ঘর










একবার ঘরের মধ্যে এসে দাঁড়াও
ভালো করে দেখো ঘরটাকে 
তুমি দাঁড়িয়ে আছো, আমিও
দিনের শেষে এখানেই ফিরব আমরা
জানলাগুলোর দিকে তাকাও 
ওগুলো আমাদের মনের রঙ
কখনও বৃষ্টি, কখনও রোদ, কখনও মেঘলা,
আমরা সবসময় জানলা খোলা রাখব 
জানলার রঙে ঘরের রঙ বদলে যাবে

ভালো করে ঘরটার দিকে তাকাও
এটা আমাদের ঘর, পাশেরগুলোও আমাদের
এখানে আমরা সবাই থাকি

ঘর দেখতে দেখতে আমাদেরকে দেখো ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...