বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

সমীকরণ













আমার ভাবনার প্রবাহ থেকে
একটি দুটি পরিচিত নাম
টেনে আনতে চেয়েছ নিজের নিয়ন্ত্রণে
কে তারা ? তাদের বিস্তারে কেন গাত্রদাহ ?
তারা তো নিজের মতো নিজস্ব রোদে বেড়ে যায়
তোমার প্রবাহের পরীক্ষা করে নিতেই পারো
আগামীতে অঙ্ক আরও জটিল হয়ে যাবে
প্রবাহের রসায়ন খুলে দেখ
কত শতাংশ আছে প্রতিবাদ
কতটুকু আছে বশ্যতা
গতিমুখে তুলে দাও সহজ সমীকরণ
বুঝে নাও সব গতি নয়কো গভীরে
নদী শুধু বয়ে যায় তীর ছুঁয়ে ছুঁয়ে





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...