রবিবার, ২৬ জুলাই, ২০২০

বদল












চোখ খুলেই ভোরের বন্দেমাতরম
দেখতাম বাবা জনতায় চা বসিয়েছে

কতদিন ভোরের বন্দেমাতরম শুনিনি
এখন তো চোখ খুলেই রোদের উত্তাপ




ভোরের অ্যালার্মের মতো চড়ুইয়ের ডাক
আবহসঙ্গীতের মতো কানে বাজত

কোথায় চড়ুইয়ের সেই ফুড়ুৎ ফুড়ুৎ ওড়া 
বাংলার উঠোনে আজ শ্মশানের নিস্তব্ধতা





আমার তোমাকে না চিনতে পারা
তোমার মনে লাগল খুব

তোমার নিজের আমূল বদলে যাওয়া
তোমার চোখে পড়ল না একবারও?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...