রবিবার, ৯ আগস্ট, ২০২০

অন্ধকারে ডুবে



সারাটা দিন উঠোন জুড়ে সাজিয়ে রাখলে তোমাকে। প্রতিটি পদক্ষেপে তোমার ক্ষমতা প্রকাশ পাচ্ছিল। সবাইকে জানিয়ে দিচ্ছিলে 'তোমার উঠোন'। তোমার প্রতিটা মুখে জ্বালানো ছিল বাতি, তবুও উঠোন জুড়ে ছিল চাপ চাপ অন্ধকার। কোনো কোনো জায়গায় যেন খুব চাপাস্বরে কেউ কথা বলছিল। তাদের কথাতেও উঠে আসছিল চাপ চাপ অন্ধকার। কোনো কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছিল বিষাক্ত সব পোকামাকড়। নিজেকে দেখে নেওয়ার সুযোগ পেয়েছিলে একবার। তোমার উঠোনে পা রেখেছিল কেউ। হারানোর ভয়ে তাকে বড় ভয় পেয়েছিলে তুমি। নিজের সামনে একটা আয়না রাখলেই পারতে। কিছুই হারাতো না বরং নিজের প্রতিটি পদক্ষেপ পড়ে নিতে পারতে। তোমাকে আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দিয়ে সে এখন ফিরে যাচ্ছে।

২টি মন্তব্য:

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...