বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

চেনা ছকে



















একেবারে নিয়ম মতো সোজাসুজি
একটু ডানদিকেও না, একটু বাঁদিকেও না
দশটা পাঁচটার যাতায়াত
রাস্তায় কিছু কিছু জায়গায় প্রয়োজনের দাঁড়ান
অপ্রিয় কথায় গালাগাল
প্রিয় কথায় গলে যাওয়া
রাতে রোজকার খেলা -----
তারপর বিছানা আঁকড়ে সেই চেনা ঘুম

এইভাবেই কেটে গেল এতগুলো বছর
একেবারে নিয়ম মতো সোজাসুজি
একটু ডানদিকেও না, একটু বাঁদিকেও না 



1 টি মন্তব্য:

  1. খুব ভালো লাগলো। আশা করি প্রতিদিন‌ই একটি করে লেখা আমরা উপহার পাবো।

    উত্তরমুছুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...