শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

গানের কথা









তোমার ডানহাত দাও। গান লিখব। তারপর জানলা দিয়ে উড়িয়ে দেব। দক্ষিণের জানলা খুলে দেখব ফিরে আসে কি না। কোথায় দক্ষিণ ! সে দোকান তো কবেই উঠে গেছে। এখন তো দেশজুড়ে শুধু সমীকরণ। জোর করে মিলিয়ে দেওয়ার শক্তি পরিচয়। সেই উড়ে যাওয়া গান কোনো মুখে নেই। হাজার বছরেও তা আর বুকে লেখা হবে না। সে গান উড়ে উড়ে বেড়াবে শুধু। কার অত বড় হাত যে ধরবে !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...