সোমবার, ১৭ আগস্ট, ২০২০

যুদ্ধ







যুদ্ধে জিতলে না হারলে সেটা বড় কথা নয়

যুদ্ধে বিপরীত দিকে দাঁড়ানো মানুষগুলোর বিরুদ্ধে
কতটা লড়াই দিতে পেরেছ সেটাই বড় কথা
যুদ্ধ চলাকালীন সময়ে তোমার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে
কতখানি অনড় মানসিকতা কাজ করেছে সেটাই বড় কথা

সারা মাঠ জুড়ে নব্বই মিনিট অসাধারণ খেলে,
বিপক্ষ দলকে একবারের জন্যও কাছে ঘেঁষতে না দিয়েও
মুহূর্তের ভুলে গোল হয়ে যায়
জানি খেলাটায় এই গোলটাই হাসি
লক্ষ ক্যামেরার আলোর ঝলকানি
কিন্তু তবুও বিজিত দলের লড়াই
আগামীর মনে চিরকাল বেঁচে থাকে

ইতিহাসের পাতায় হাঁটতে হাঁটতে
বুড়িবালামের যুদ্ধ আজও কিশোরের মনে প্রাণ পায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...