মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

মহাশূন্য















নীল আর তোমার কাছে নীল নেই
হালকা হতে হতে হতে হতে 
এখন সে একটা সমীকরণ হয়ে গেছে ।

ঘাসের বিছানায় শুয়ে এখন 
তুমি আর আকাশ দেখো না
আকাশটা আজ আর তোমার কাছে ছাদ নয়
একটা শূন্য, শুধু শূন্য নয় ------- মহাশূন্য ।

আকাশকে আকাশ ভাবতে আপত্তি কোথায় ?
থাক না মাথার ওপর একটা ছাদ
যাও না এবার ইচ্ছামত যেদিকে খুশি
মাথার ওপর তো একজন ছাতা ধরে রইলই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...