মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ইতিহাস






সেই কবে ডেকেছিল তারা
বোবা সেজে দিই নিকো সাড়া

বলেছিল ভেঙে দেব হাড়
আর যদি ভাষা পায় মুখ

কে কবে শুনেছে তার কথা
ঢেকে রাখি গনগনে মুখ

জোর করে ভাষা চেপে রেখে
জমা হয় বারুদের স্তুপ

এমনটা সাড়া পাড়া জুড়ে
গলি গলি জুড়ে যায় শুধু

সময়ে সময়ে বুঝে গেলে
ঘর বার সব থেকে যাবে

তবু কেউ বোঝে নাকো কিছু
বন্দুক ইতিহাসে থাকে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...