বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

পথ



 

পথ ---- ১

 
পথ হারিয়েছ কেন বলবো ?

সবাই পথ হারায় না
কেউ কেউ হারায়

তবুও পথ হারিয়েছ বলবো না

পথ তোমাকে দেখবে বলে
কিছুক্ষণের জন্য নিজের করে নিয়েছে ।






পথ ----- ২


পথ তার নিজের ঠিকানায় এগিয়ে চলেছে
তুমি চলেছ তোমার তালে

পথের কথা আর তোমার কথা
এক হতে পারে না

তুমি যখন বলবে, " যেদিকে দু'চোখ যায় -----"
তখন পথ তোমাকে নিজের হাতে তুলে নেবে
পথ কথা বলবে তোমার গলায়

যখন পথের গলা আর তোমার গলা
ভিন্ন বলে মনে হবে না
তখন তুমি দিগন্তে মিশে যাবে ।







৭টি মন্তব্য:

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...